সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে কাল বিএমএসএফ’র সারাদেশে প্রতিবাদ সমাবেশ

Slider বিনোদন ও মিডিয়া


ঢাকা সোমবার, ২২ ফেব্রুয়ারি ২০২১: নোয়াখালীর কোম্পানীগঞ্জের গুলিবিদ্ধ সাহসী সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। যেকোন সাংবাদিক সংগঠন, নেতৃবৃন্দ এ কর্মসূচীর আয়োজন এবং অংশগ্রহন করতে পারেন।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ডাকে জেলা/উপজেলায় সাংবাদিক সমাবেশের ঘোষণা দেন। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১১টায় ঢাকা জেলা শাখার আয়োজনে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

দেশব্যাপী এ কমসূচী সফল করতে দেশের সকল সাংবাদিক সংগঠন নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারী নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষের ভিডিওধারণকালে হামলাকারীরা তাকে ধরে নিয়ে প্রকাশ্যে গুলি করে। এসময় তার শরীরে ২৬টি স্পিন্টারবিদ্ধ হয়। তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ২১ ফেব্রুয়ারী রাতে মৃত্যুর কাছে হেরে যান। সাংবাদিক মুজাক্কির হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ২০ ফেব্রুয়ারী বিএমএসএফ’র পক্ষ থেকে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের ঘোষণা করে। (সংবাদ বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *