ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় দগ্ধ নূর আলম (৪০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ফলে হত্যা চেষ্টা ঘটনায় দায়েরকৃত মামলায় হুকুমের আসামী বেগম জিয়া এখন থেকে হত্যা মামলার আসামীতে রুপান্তরিত হলেন।
রোববার (০১ জানুয়ারি) দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক শাহ আলম ভূঁইয়া জানান, নূর আলমের শরীরের ৪৮ শতাংশ পুড়েছে। সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচানো গেলো না।
নিহত নূর আলম নাটোর সদর থানার পাটল গ্রামের ওহেদ আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জের রুপগঞ্জের ভুলতা গাউসিয়া এলাকায় বসবাস করতেন।
গত ২৩ জানুয়ারি শুক্রবার রাতে যাত্রাবাড়ীতে যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে বাসের ২৭ যাত্রী দগ্ধ হন। নিহত নূর আলম তাদের মধ্যে একজন।