বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের ‘ভিলেন’ উল্লেখ করে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, একাত্তরের ভিলেন ছিল রাজাকাররা, পঁচাত্তরের ভিলেন ছিল স্বৈরতন্ত্র আর বর্তমানে গণতন্ত্রের ভিলেন হচ্ছে জঙ্গীবাদ ও খালেদা জিয়া। গণতন্ত্রের ভিলেন খালেদা জিয়াকে মোকাবেলা করা হবে। ঢাকা রিপোর্টারস ইউনিটি (ডিআরইউ) সাগর রুনি মিলনায়তনে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নাশকতার নির্দেশ দাতা হিসেবে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এটা প্রশাসনের ব্যাপার। তারা সময়মত তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বর্তমানে গণমাধ্যম স্বাধীন ভাবে কাজ করছে দাবি করে তিনি বলেন, তথ্য মন্ত্রণালয় ও প্রশাসনের পক্ষ থেকে কোন প্রকার ভয়ভীতি দেখানো হয় না। আর কেউ ভয় দেখালেও আপনারা ভয় পাবেন না। অনুষ্ঠানে ডিআরইউর সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন উপস্থিত ছিলেন।