সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যাওয়া প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তার আগে আজ রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর একটি দল তাকে গ্রেপ্তার করে। পরে তাকে দুদক কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। অবন্তিকার বিরুদ্ধে অভিযোগ- তিনি পিকে হালদারের সঙ্গে যোগসাজশে বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিং করেছেন।
এর আগে জিজ্ঞাসাবাদের জন্য দুদক অবন্তিকার ধানমণ্ডির ফ্ল্যাটে একটি নোটিশ পাঠায়। ওই নোটিশে ২৮শে ডিসেম্বর সকাল ১০টায় তাকে হাজির হতে বলা হয়েছিল। তবে দুদকের চিঠি পাওয়ার পরও তিনি যথাসময়ে হাজির হননি। ব্যক্তিগত কোনো সমস্যার কারণে হাজির হতে পারেননি বা কবে হাজির হতে পারবেন- এ বিষয়েও লিখিত বা ফোনে দুদককে অবহিত করেননি তিনি। এর দুই সপ্তাহ পর অবন্তিকাকে গ্রেপ্তার করা হলো।
অন্তত ৫০০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।
মা, স্ত্রী, ভাইসহ পরিবারের অন্যান্য সদস্য এবং স্বজনদেরও এই দুর্নীতির সহযোগী করেছেন।