যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন এ মাসের শেষের দিকে তার অভিষেক অনুষ্ঠানে না থাকার ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।
বাইডেন তার নিজ অঙ্গরাজ্য দেলাওয়ারেতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘সামান্য যে কয়টা বিষয়ে তিনি ও আমি একমত হয়েছি এটি তার একটি। তিনি অনুষ্ঠানে দেখা দিবেন না, এটা ভালো বিষয়।’
জো বাইডেন বলেন, ট্রাম্প এক ধরনের ‘ভোগান্তি’। তিনি জাতিকে নেতৃত্ব দেয়ার যোগ্য নন।
‘তার ব্যাপারে আমার সবচেয়ে খারাপ ধারণাকেও তিনি ছাড়িয়ে গেছেন। তিনি দেশের জন্য বিব্রতকর, তিনি পুরো বিশ্বের কাছে আমাদেরকে বিব্রত করেছেন। এ অফিসের যোগ্য নন তিনি।’
যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বহুদিনের প্রথাকে ভেঙে ২০ জানুয়ারি তিনি জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান বর্জন করতে পারেন মর্মে চলমান গুঞ্জনকে বাস্তবে পরিণত করলেন ট্রাম্প।
টুইটারে ট্রাম্প জানায়, ‘যারা জানতে চাচ্ছে তাদেরকে বলছি, আমি ২০ জানুয়ারির অভিষেক অনুষ্ঠানে যাচ্ছি না।’
তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে তার অভিষেক অনুষ্ঠানে স্বাগত জানিয়েছেন বাইডেন। তিনি বলেন, ‘সেখানে তিনি উপস্থিত হলে আমি সম্মানিত হবো’।
সূত্র : আনাদোলু এজেন্সি