যার যার অবস্থান থেকে শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি চালিয়ে যেতে ঢাকা মহানগরসহ সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপি আহ্বায়ক মির্জা আব্বাস এবং সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেল।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে তারা এ আহ্বান জানান।
বিবৃতিতে সরকারকে উদ্দেশ বিএনপির এই দুই নেতা বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন অস্ত্র-গুলি দিয়ে না দমিয়ে সমঝোতার পথে ফিরে আসুন। এখনও সময় আছে, সুপথে ফিরে আসুন। আপনাদের কোনো অশুভ পরিকল্পনাই ফলপ্রসু হবে না। জনগণ রাস্তায় নেমে এসেছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন গন্তব্যে না পৌঁছা পর্যন্ত কেউ ঘরে ফিরে যাবে না।
মির্জা আব্বাস ও হাবিব-উন নবী সোহেল বলেন, মামলা-হামলা-গ্রেফতার করে গণতান্ত্রিক আন্দোলন কোনো দিনই বন্ধ করা যায়নি। এবারও যাবে না।
তারা অভিযোগ করেন, আন্দোলন দমানোর উদ্দেশে আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে এ পর্যন্ত বিরোধীদলের হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বন্দুক যুদ্ধের নামে নেতাকর্মী ও মানুষ হত্যা বন্ধ করতে আহ্বান জানান তারা।
বিএনপি নাশকতার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তারা আরও বলেন, বর্তমানে কোনো নাশকতার সঙ্গেই বিএনপির নেতাকর্মীরা জড়িত নন। দেশনেত্রী শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দিয়েছেন, তাই নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলন সফল করছেন।
আব্বাস ও সোহেল বলেন, সরকার দেশনেত্রী খালেদা জিয়াকেও গ্রেফতার করার চক্রান্ত করছে। সে রকম কোনো চেষ্টা হলে, তার পরিণতি শুভ হবে না।
দুই নেতা আরও বলেন, দলের (বিএনপি) চেয়ারপারসনের নির্দেশে দেশব্যাপী সমন্বিতভাবে আন্দোলন এগিয়ে যাচ্ছে। তার নির্দেশে শান্তিপূর্ণ আন্দোলন চলছে। প্রতিটি নেতাকর্মী কৌশলী অবস্থানে থেকে যার যার দায়িত্ব পালন করছেন।
চলমান অবরোধের সঙ্গে রোববার থেকে দেশব্যাপী টানা ৭২ ঘণ্টার হরতাল কর্মসূচি সফলভাবে পালন করার জন্য উদাত্ত আহ্বান জানান মির্জা আব্বাস ও হাবিব-উন নবী খান সোহেল।