২৪ ঘণ্টায় করোনায় আরো ২০ জনের মৃত্যৃ, শনাক্ত ৯৯১

Slider জাতীয়


দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৬৭০ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৯৯১ জন। মোট শনাক্ত ৫ লাখ ১৭ হাজার ৯২০ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ৯৪৪ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৬২ হাজার ৪৫৯ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ১৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৬২৯টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৪৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩২ লাখ ৮৬ হাজার ৮৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৮৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ২৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ। উল্লেখ্য, বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ই মার্চ আর করোনায় আক্রান্ত হয়ে প্রথম মারা যায় ১৮ই মার্চে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *