নিত্যপ্রয়োজনীয় পণ্যের ‘অস্বাভাবিক মূল্যবৃদ্ধির’ প্রতিবাদে বাণিজ্যমন্ত্রী এবং বিশ্বাসযোগ্য ভোটদান নিশ্চিতে ব্যর্থ হওয়ায় নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে রোববার দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
কর্মসূচির মধ্যে বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আগামী ৭ জানুয়ারি সারা দেশে থানা পর্যায়ে মানববন্ধন করবে দলটি।
এছাড়া, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য ভোটদান নিশ্চিত করতে ব্যর্থতার জন্য নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগের দাবিতে বিএনপির নেতা-কর্মীরা ১০ জানুয়ারি সারা দেশে পৌরসভা এবং মহানগরে মানববন্ধন করবে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, শনিবার দলের স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল বৈঠকে এই কর্মসূচি দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিএনপি নেতা বলেন, ‘সব প্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। চাল-ডাল ও সবজিসহ সবকিছুর দাম বেড়েছে। এটি এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এ কারণে আমরা ৭ জানুয়ারি থানা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি পালন করব।’
তিনি বলেন, তাদের দল মনে করে ক্রমবর্ধমান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য বাণিজ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত।
পৌর নির্বাচন সম্পর্কে ফখরুল বলেন, ইসির উদাসীনতা ও পক্ষপাতদুষ্ট ভূমিকার কারণে সুষ্ঠু ভোট নিশ্চিত করা যায়নি।
তিনি বলেন, এই নির্বাচন কমিশন ব্যালট এবং ইভিএম উভয়ই ব্যবহার করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারেনি। আমরা মনে করি এই কমিশন সুষ্ঠু নির্বাচন পরিচালনায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিশ্বাসযোগ্য ভোটদানের জন্য প্রধান নির্বাচন কমিশনারসহ সকল কমিশনারকে আর দেরি না করে পদত্যাগ করা উচিত।’
বিএনপি নেতা বলেন, তাদের দল নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ১০ জানুয়ারি সব পৌরসভা ও মহানগরীতে মানববন্ধন করার সিদ্ধান্ত নিয়েছে।
নিত্য পণ্যের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফখরুল বলেন, ‘চালের দাম দীর্ঘদিন ধরেই বৃদ্ধি পাচ্ছে। চলতি মৌসুমে দেশে চালের উৎপাদন হ্রাস পাওয়ায় চালের দাম আরও বাড়তে পারে।’
কেজি প্রতি ১০ টাকায় চাল গ্রহণকারী সাত লাখ ভুয়া কার্ডের বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের মদতপুষ্টরা ১০ টাকা কেজি চাল কিনে বাজারে ৭০ টাকায় বিক্রি করছে।
সূত্র : ইউএনবি