সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার কাউটো বিলে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।এতে বাংলা ড্রেজার বসিয়ে এক বালু ব্যবসায়ীর বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠে এসেছে। আর এ বিষয়ে ভুক্তভোগী কৃষকরা গত (২৩ শে ডিসেম্বর) ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগপত্র সূত্র থেকে জানা যায়, “ঘাটাইলের দেওপাড়া ইউনিয়নের সোলাকিপাড়া গ্রামের আন্তাজ আলীর ছেলে রফিকুল ইসলাম কাউটো বিলে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বিভিন্ন স্থানে বালু বিক্রি করছেন এবং এ নিয়ে স্থানীয়রা ক্ষোভ জানিয়েছেন। একইসাথে তাদের আশঙ্কা জেগেছে পাশের আবাদি জমিগুলো অবৈধভাবে নদীর যত্রতত্র থেকে বালু উত্তোলনের কারণে ভাঙনের কবলে পড়বে।”
এতে স্থানীয়দের অভিযোগ করে জানান, “ব্যবসায়ীরা প্রশাসনকে হাত করেই অবৈধভাবে বালু তুলছেন।”
কাউটো বিলে বসানো ড্রেজার পরিচালনাকারী রফিকুল ইসলাম বলেন,”বিলের মাঝখানে আমার নিজস্ব জমি থেকে বালু তুলছি এবং আমার জমিতে আমি যা ইচ্ছে তাই করবো।”
আর এ বিষয়ে জানতে চাইলে ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন, “স্থানীয়রা বিষয়টি নিয়ে অভিযোগ করেছেন এবং দ্রুতই এ ব্যাপারে পদক্ষেপ নেয়া হবে।”