চট্টগ্রামের কুতুবদিয়ায় ডুবে যাওয়া ট্রলারের যাত্রীদের সাতজনের লাশ আজ উদ্ধার করা হয়েছে।
কোস্টগার্ড জানিয়েছে, অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় এই ট্রলার ডুবির ঘটনায় ৪৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার ভোররাতে একশ’র বেশি যাত্রী নিয়ে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারটি ডুবে গিয়েছিলে।এরপর গতকালই ৪৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।
কোস্টগার্ডের কর্মকর্তারা প্রথমে আটজনের লাশ পাওয়ার কথা জানিয়েছিলেন। পরে তারা নিশ্চিত করেছেন, আজ ট্রলারটিকে শনাক্ত করে এর ভিতর থেকে সাতজনের লাশ পাওয়া গেছে।
ট্রলারটিকে গভীর সমুদ্র থেকে তীরে নেয়ার চেষ্টা করা হচ্ছে।
এখন কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা কম বলে কোস্টগার্ডের কর্মকর্তারা জানিয়েছেন। তবে তারা তাদের অভিযান অব্যাহত রেখেছেন।