যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন আজ দিনের আরো পরে করোনা ভাইরাসের টিকা নেবেন। এর আগে টিকা নিয়েছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও সিনিয়র রাজনীতিকরা। প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের বয়স এখন ৭৮ বছর। এই বয়সটি করোনা ভাইরাসে সংক্রমণের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। ফলে বাইডেন ও আগামীর ফার্স্টলেডি একসঙ্গে আজ টিকা নেবেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে এক কোটি ৮০ লাখ মানুষ। এ অবস্থায় কয়েক মাস নানা গড়িমসির পর যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা প্রায় ৯০,০০০ কোটি ডলারের একটি মহামারি বিষয়ক প্যাকেজ অনুমোদন করতে রাজি হয়েছেন।
এই অর্থ ব্যবসায় অর্থ যোগান দিতে এবং বেকারত্ম বিষয়ক কর্মসূচিতে ব্যবহার করা হবে। প্রথম দফায় ফাইজারের করোনা ভাইরাসের কমপক্ষে ৫ কোটি ৫০ হাজারের বেশি ডোজ জনগণের মধ্যে বিতরণ করছে প্রশাসন। গত সপ্তাহে মডার্নার টিকা অনুমোদন দিয়েছে তারা। ফলে অল্প সময়ের মধ্যে এই টিকাও সেখানে ব্যবহার করা হতে পারে। উল্লেখ্য, করোনা মহামারি শুরুর পর যুক্তরাষ্ট্রে কমপক্ষে তিন লাখ ১৭ হাজার ৬৮৪ জন মারা গেছেন।