আর একটু……… জাগো না ,
ঐ দূরে বহুদূরে কোনো এক
ছোট্ট ঝিলে শরৎচন্দ্র তুমি, প্রেম মাধবীকে
তন্দ্রা ঘুমে পরমতায় জড়িয়ে ধরো না ।
নিঃশ্বাসে নিঃশ্বাস মিশিয়ে পরমাণু-ভালবাসার সৃষ্টি হয়,
উইলিয়াম শেক্সপিয়র প্রেমের পাতায় লিখে যায় ।
নাকের ডগায় নাকের স্পর্শ আর মৃদু প্রেমের শৈত্যপ্রবাহ
শরীরে কাঁটা পুঁতে যায়।
আহত অশ্বারোহী যুদ্ধের ময়দানে
যেমন অকুলান জল তেষ্টা ।
তেমনই তোমার ওষ্ঠদ্বয়ে আমার হারিয়ে যাবার চুম্বন পিপাসা ।
ওহে! শরৎ তোমার মনের শোকেসে
ফুলদানির ফুল হতে যাবো না শতাব্দীর।
আমি শুধু তোমার প্রেম মাধবী।
লিখো না কখোনো প্রেম ভাসা-গীতাঞ্জলি।
শুধু একবার ধ্বংস করো প্রেমহীন মরূদ্যান
সেও তোমার গভীর স্পর্শের অকুলান জলে ।
সৃষ্টি হবে আমার, তোমার প্রেম ধরার অনলে পুড়ে ।
কি ঘুমিয়ে গেলে ?
ঐ আকাশে কালো মেঘের স্বপ্ন ছায়া ।
আমি তোমার ভূত নই, কিংবা নয় প্রেমহীন কায়া।
এ শুধু ভালবাসা অনন্ত প্রিয় ভালবাসা।
এই শরৎ শোনো না, তোমাকে আমি ভালবাসি
আজ এ মনো-নিশিতে মুখোমুখি আমরা দুজন
প্রেমেতে মাতি যত আসুক বারণ ।
শুনছো তো i love you
Love so much, love forever.
কি শরৎ জাগো না, আর একটু জাগো !
আর একটু…….।
১৯/১২/২০
৹৹৹৹৹৹৹৹৹৹