শ্রীপুরে শিশু খুনের অভিযোগে কিশোর আটক

Slider নারী ও শিশু

রাতুল মন্ডল নিজস্ব প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের ৯ ঘন্টা পর শিশু সিফাত আহম্মেদের (৪) লাশ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ অপর শিশুকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টায় শ্রীপুর পৌর এলাকার দারগারচালা গ্রামের (ডলফিন বেকারির সামনে) পরিত্যাক্ত জায়গার সীমানা প্রাচীরের ভেতর থেকে পুলিশ ওই শিশুর লাশ উদ্ধার করে। শ্রীপুর থানার পরিদর্শক তদন্ত মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সিফাত নীলফামারী জেলার ডিমলা উপজেলার ৮নং ঝানুগাছ চাপানি গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। সিফাত তার বাবা-মার সাথে কেওয়া পশ্চিমখন্ড (মাওনা চৌরাস্তা বর্ণমালা মোড়) এলাকার আব্দুছ ছালামের বাড়িতে ভাড়া থাকে। গ্রেপ্তারকৃত শিশুর বাড়ি পাবনার সুজানগর উপজেলায়। সে একই এলাকায় বাড়িতে বাবা-মার সাথে থাকে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান জানান, সোমবার দুপুরে পাশের রুমের আব্দুল্লাহর সাথে খেলার জন্য বের হয় শিশু সিফাত আহম্মেদ। বিকেলে সিফাত বাসায় না ফিরলে তার বাবা-মা আত্নীয় -স্বজনসহ বন্ধুদের বাড়িতে খোঁজতে থাকে। সিফাতের কোনো সন্ধান না পেয়ে সন্ধ্যায় ঘটনার বর্ণনা দিয়ে শ্রীপুর থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরী (জিডি) করে শিশুর বাবা আবু বকর সিদ্দিক। রাত সাড়ে ৮টায় ওই এলাকায় লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিফাতের লাশ সনাক্ত করে শিশুর স্বজন। খবর পেয়ে পুলিশ অভিযুক্ত অপর শিশুক আটক করে, এবং তার কথামতো ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্দার করে।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু স্বীকার করে সিফাতের হাতে থাকা এন্ড্রয়েড মোবাইল নেওয়ার জন্য তাকে নিয়ে ওই পরিত্যক্ত জমির সীমানা প্রাচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে। সেখানে শিশু সিফাতের মাথায় ইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে হত্যা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *