জাতিসংঘ বলেছে, করোনা ভাইরাস মহামারি ২০৩০ সালের মধ্যে বিশ্বে নতুন করে ২০ কোটি ৭০ লাখের বেশি মানুষকে চরম দারিদ্র্যে ঠেলে দেবে। করোনা ভাইরাস মহামারির দীর্ঘস্থায়ী ভয়াবহতার পরিণতিতে এমন ঘটনা ঘটবে বলে দাবি করা হয়েছে। ইউএনডিপির নতুন এক গবেষণায় এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়েছে, ওই সময়ের মধ্যে বিশ্বের মোট চরম দরিদ্রের সংখ্যা ছাড়িয়ে যাবে ১০০ কোটির ওপরে। এ খবর দিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই। আগামী এক দশকের বেশি সময়ে করোনা মহামারির যেসব ক্ষতিকর প্রভাব থাকবে তার মূল্যায়ন করা হয়েছে ওই গবেষণায়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) পুনরায় অর্জনে যেসব বাধা থাকবে তাও এতে আমলে নেয়া হয়। ইউএনডিপি এবং ইউনিভার্সিটি অব ডেনভারের পারদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ফিউচারসের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্বের ভিত্তিতে এই গবেষণা করা হয়েছে।
এতে ‘বেজলাইন কোভিড’ ইস্যুতে বর্তমান মৃত্যুহার এবং আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) সাম্প্রতিক প্রবৃদ্ধি প্রক্ষেপণের ওপর ভিত্তি করে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের কারণে কমপক্ষে ৪ কোটি ৪০ লাখ মানুষ চরম দারিদ্র্যে নিপতিত হতে পারে। ‘হাই ড্যামেজ’ ক্যাটেগরিতে বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে আরও ২০ কোটি ৭০ লাখ মানুষ চরম দারিদ্র্যে চলে যাবে। নারীদের দারিদ্র্যের সংখ্যা বৃদ্ধি পেতে পারে ১০ কোটি ২০ লাখ। ‘হাই ড্যামেজ’ ক্যাটেগরিতে বলা হয়েছে করোনা ভাইরাসে যেসব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে শতকরা ৮০ ভাগেই এই সঙ্কট স্থায়ী হবে আগামী ১০ বছর। এর কারণ, উৎপাদনশীলতা হারানো, করোনা মহামারির আগের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে বাধা। এই গবেষণায় বলা হয়েছে, আগামী এক দশক সামাজিক সুরক্ষা/সমাজকল্যাণমুলক কর্মসূচি, সুশাসন, ডিজিটালাইজেশন এবং গ্রিন অর্থনীতি, যা এসডিজির লক্ষ্য- শুধু তার মাধ্যমে এই চরম দারিদ্র্য বৃদ্ধি প্রতিরোধ করা যাবে না।