২৭ কিলোমিটার যেতে ৮ ঘণ্টা!

গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা সারাদেশ

GAZiPUR---23.06.2014----DHAKA MYMENSINGH HYROAD (3)
শারমিন সরকার

ব্যুারো চীফ
গ্রাম বাংলা নিউজ ২৪.কম
শ্রীপুর অফিস : ট্রাকচালক আবুল হাসান সোমবার ভোর ৪টার দিকে চান্দনা চৌরাস্তা থেকে রওনা হন। দুপুর ১২টায় গাজীপুরের সালনা ব্রিজে যানজটে আটকা পড়েন। এরপর এই ২০ কিলোমিটার পথ যেতে তার সময় লাগে আট ঘণ্টা।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ যানজটে দুর্ভোগে পড়েন যাত্রীরাও। দেবে যাওয়া সড়কের বিভিন্ন অংশে যানবাহন আটকা পড়ে জটের সৃষ্টি হয়।

এদিকে রাত আড়াইটায় ঢাকার তেজগাঁও থেকে ময়মনসিংহের উদ্দেশে রওয়ানা হন ট্রাক চালক মো. সবুজ মিয়া। ভোর ৪টার দিকে গাজীপুর সদর উপজেলার মাস্টারবাড়ী এলাকায় আটকা পড়েন তিনি। সেখান থেকে বেলা সাড়ে ১২টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা পৌঁছেন। প্রায় ১৫ কিলোমিটার পথ অতিক্রম করতে তার সময় লেগেছে সাড়ে আট ঘণ্টা।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এনা পরিবহনের চালক মো. রিপন মিয়া জানান, ভোর ৬টায় তিনি মহাখালী থেকে বাস ছাড়েন। সকাল সাড়ে সাতটায় যানজটে আটকা পড়েন গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায়। প্রায় ১৫ কিলোমিটার পথ অতিক্রম করে মাওনা চৌরাস্তা পৌঁছেন বেলা সাড়ে ১২টায়।

একই পরিবহনের যাত্রী হাসনা হেনা জানান, ময়মনসিংহে তার একটি জমি নিবন্ধনের কথা রয়েছে। ভোর ৫টায় বাসা থেকে বের হয়ে গাজীপুরের যানজটে আটকে পড়েছেন। মাওনা চৌরাস্তায় গিয়ে নিশ্চিত হন নির্ধারিত সময়ে ময়মনসিংহে যেতে না পারায় তার জমি নিবন্ধন হবে না।

গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রভাতী-বনশ্রী পরিবহনের তত্বাবধায়ক মোজাম্মেল হক বলেন, ‘ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত ঢাকার উদ্দেশে শ্রীপুর থেকে বাস ছেড়ে গেছে। সকাল ৭টার পর যেসব বাস ছেড়ে গেছে সেগুলোর একটিও যানজটের কারণে শ্রীপুর উপজেলার সীমানা অতিক্রম করতে পারেনি। বেলা ১১টা থেকে সে বাসগুলো ফিরিয়ে আনা হয়েছে।’

ময়মনসিংহের শ্যামলী বাংলা পরিবহনের চালক আব্দুর রউফ জানান, সকাল ৮টায় ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন। মাওনা চৌরাস্তা পৌঁছেন সকাল ১০টার দিকে। এরপর ঢাকার দিকে আর যেতে পারেননি। বেলা ১টার দিকে আবার ময়মনসিংহের দিকে ফিরে যাচ্ছেন।

একই বাসে ময়মনসিংহের কেওয়াটখালী থেকে আসা আসাদুজ্জামান হিরণ বলেন, ‘বাসের তত্ত্বাবধায়ক মাওনা পর্যন্ত ভাড়া রেখে বাকি টাকা ফেরত দিয়ে বাস ফিরে গেছে। এখন ঢাকা অভিমুখী যাত্রীবাহী বাস পাওয়া যাচ্ছে না। বেশিরভাগ পরিবহনের মধ্যে যাত্রীবাহী হালকা পরিবহন ও পণ্যবাহী ট্রাক চলাচল করছে।’

শ্রীপুর উপজেলার জৈনা বাজারের ইজারাদার মো. মাসুদ পারভেজ মঞ্জু বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজে কয়েকদিনের বর্ষণে সড়কের বিভিন্ন অংশ দেবে গেছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে নয়নপুর এলাকায় কাঁঠালভর্তি একটি ট্রাক সড়কের গর্তে পড়ে উল্টে যায়। পরে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর কাঁঠাল ও ট্রাক উদ্ধার করা হয়েছে। ওই রাত ৩টার পর কাঁঠালভর্তি ট্রাক এ সড়ক দিয়ে গাজীপুর অতিক্রম করতে পারে নি।’

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সানোয়ার হোসেন জানান, এ সড়কের মাওনা চৌরাস্তায় ফ্লাইওভার ও সড়কটি চার লেনে উন্নীত করার কাজ চলছে। বিটুমিন ফেলানো সড়কের বিভিন্ন অংশ গত কয়েকদিনের অতি বর্ষণে দেবে গেছে। এ কারণেই গাজীপুরের সালনা, হোতাপাড়া, মাস্টারবাড়ী, মাওনা চৌরাস্তা এলাকায় যাবাহন আটকা পড়েছে।

তিনি জানান, সোমবার ভোর থেকে যানজট শুরু হয়েছে। সকাল থেকে সড়কের দেবে যাওয়া অংশগুলো ইট দিয়ে ভরাট করার কাজ চলছে। দুপুর ১টার পর থেকে কিছু যাবাহন পারাপারের চেষ্টা চলছে। সড়কে এখন যাত্রীবাহী পরিবহনের সংখ্যা কমে যাচ্ছে। অনেক পরিবহণ গন্তব্যে যেতে না পারায় ফিরে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ০১১৫ ঘন্টা, ২৫জুন ২০১৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *