আরাফাত রহমান কোকোর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ঢোকানো হয় বেলা পৌনে ২টার দিকে। এরপর খয়েরি রঙের কফিনটি নিচ তলার একটি কক্ষে রাখা হয়। কফিন খোলার পর একটি গিলাফ দিয়ে কোকোর মরদেহ ঢেকে দেওয়া হয় । কিছুক্ষণ পর দুই ভাবি দুই পাশ থেকে ধরে অশ্রুসিক্ত খালেদা জিয়াকে নিচে নামিয়ে আনেন। এক পর্যায়ে মৃত ছেলের মুখ চেপে ধরে ডুকরে কেঁদে উঠেন খালেদা জিয়া। এসময় শেষ বারের মত প্রিয় সন্তানের মুখে হাত বুলিয়ে দেন তিনি। তখন উপস্থিত সবাইকেই কাঁদতে দেখা যায়।