রাতুল মন্ডল, শ্রীপুর( গাজীপুর): শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদককে যথাযথভাবে আমন্ত্রন না জানানো ও আপ্যায়ণে ত্রুটির কারণে মন্ডপ কমিটির নেতাকে লাঞ্ছিত করার অভিযোগ নিয়ে হৈ চৈ শুরু হয়েছে।
গতকাল রোববার রাতে ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাওরাইদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন ফকিরকে পুঁজা মন্ডপে দাওয়াত দেয়া হয়নি। এই কারণে হারুন ফকির দুটি মন্ডপে গিয়ে মন্ডপ কমিটির নেতাদের গালিগালাজ করেন। এক পর্যায়ে ধামলই মন্ডপের নেতা অনিল চন্দ্র দাসকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এ ছাড়া সোনাব গ্রামের মন্ডপে গিয়েও হারুন ফকির কর্তৃপক্ষকে গালিগালাজ করেন।
এই বিষয়ে জানতে হারুন ফকিরের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
কাওরাইদ ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আব্দুল আজিজ বলেছেন,নেতার আপ্যায়নে কমতি থাকায় একটু উত্তেজনা হয়েছে। তেমন কিছু নয়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) খন্দকার ইমাম হোসেন বলেছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর বলা যাবে।