গাজীপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্টপুত্র ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বকনিষ্ঠ ছোট ভাই শেখ রাসেলের জন্মদিন গাজীপুরে বর্ণাঢ়্য আয়োজনে যথাযথ মর্যাদায় আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে। গাজীপুর জেলায় প্রায় শতাধিক অনুষ্ঠানের মাধ্যমে এই জন্মদিন পালিত হয়।
গাজীপুর মহানগর আওয়ামীলীগের উদ্যোগে নগরীর প্রতিটি ওয়ার্ডে জন্মদিনের অনুষ্ঠান হয়।
গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক জিসিসির মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলম বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকে জন্মদিনের কেক কাটেন। কেক কাটা, র্যালী, খাবার বিতরণ সহ নানা আয়োজনে দিবসটি পালিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধু এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি তখন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন।