মো:আলীআজগর খান পিরু:গাজীপুর মহানগর গাছা থানাধীন ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের জব্বার মার্কেট অফিসে জনসাধারণের স্বার্থে সকলের সমন্বয়ে এলাকায় মাদক সন্ত্রাস ও বিভিন্ন অন্যায়,অসামাজিক কার্যকলাপ রোধে বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শনিবার সকাল ১০ টায় অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশের আই জি পি ড.বেনজির আহমেদ,বি.পি. এম (বার)সারা দেশে একযোগে এ বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করেন।আজ তার-ই ধারাবাহিকতায় কাউন্সিলর অফিসে ফিঁতা কেটে পায়রা উড়িয়ে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর মো:আলমগীর হোসেন মাষ্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা জোনের সহকারী পুলিশ কমিশনার মো:আহসানুল হক।তিনি বলেন, আজকের এ অনুষ্ঠান শুধু এখানেই না সারা দেশেই হচ্ছে কারন এ দেশের প্রতিটি গ্রামে এলাকায় সন্ত্রাস, মাদক,ধর্ষণ,নারী নির্যাতন বেড়ে গেছে তাই সরকার সর্বচ্চ শাস্তি মৃত্যদন্ড কার্যকর করেছেন।তাই প্রতিটি এলাকায় অসামাজিক কার্যকলাপ রোধে পুলিশের পাশাপাশি এলাকাবাসিদের এগিয়ে আসতে হবে চারিদিকে খেয়াল রাখতে হবে,খরাপ কিছু দেখলে বাধা দিতে হবে, সাথে সাথে পুলিশকে খবর দিতে হবে তাহলেই সমাজে অসামাজিক কাজ রোধ করা সম্ভব হবে।আরো উপস্থিত ছিলেন, গাছা থানা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব এম এ কাদের, আওয়ামীলীগ নেতা ইকবাল মোল্লা,৩৪,৩৫,৩৬নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর পুষ্প আক্তার মায়া, গাছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রহমান, রাশেদুর রহমান মো:মাহফুজুর রহমান (বাবুল), এস.আই কামরুজ্জামান, এ.এস.আই আহসানুল, এ.এস.আই জহিরুল প্রমূখ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গন্য-মান্য ব্যক্তিবর্গ এবং ৩৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও মহিলা আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ।