স্বাস্থ্য পরীক্ষার জন্য বাংলাদেশ বিমানের এক নিয়মিত ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের গেলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বুধবার সন্ধ্যা ৭টা ১২ মিনিটে রাষ্ট্রপতিকে নিয়ে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।
এসময় তাকে বিদায় জানাতে ভিভিআইপি টার্মিনালে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত, মুখ্য সচিব, তিন বাহিনীর প্রধানসহ উচ্চ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ২২ অক্টোবর রাষ্ট্রপতি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র : ইউএনবি