কাপাসিয়া: কাপাসিয়ায় ধর্ষণ ও যৌন হয়রানী রোধে কাশবন ও দোকানে অভিযান, ২১ কিশোর-কিশোরী আটক প্রশাসন।
ধর্ষণ ও যৌন হয়রানী রোধে কাপাসিয়া সদরের আশপাশের এলাকার কাশবন ও দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে আপত্তিকর অবস্থায় ২১ কিশোর-কিশোরীকে আটক করেছে উপজেলা প্রশাসন।
এর মধ্যে ১৫ কিশোরকে মোবাইল কোর্টের মাধ্যমে ৯ হাজার চার’শ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা এ অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ধর্ষণ ও যৌন হয়রানী রোধে কাপাসিয়ার বিনোদন কেন্দ্র ও হোটেল-মোটেলে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানের অংশ হিসেবে সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কাপাসিয়া সদরের আশপাশের এলাকায় কয়েকটি দোকান ও কাশবনে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আপত্তিকর অবস্থায় ছবি উঠানো ও আড্ডা দেয়া অবস্থায় ১৫ জন কিশোর ও ৬ জন কিশোরীকে আটক করা হয়।
তাদের সকলের বয়স ১৫ বছর থেকে ১৮ বছরের মধ্যে। এ সময় তাদের কাছে থাকা একটি ক্যামেরা জব্দ করা হয়েছে।
কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা বলেন, সামাজিক অবক্ষয় রোধে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২১ কিশোর-কিশোরীকে আটক করা হয়।
পরে মোবাইল কোর্ট পরিচানা করে ‘দন্ডবিধি, ১৮৬০ এর ২৯০ ধারা অনুযায়ী’ আটক ১৫ কিশোরকে ৯ হাজার চার’শ টাকা জরিমানা করা হয় এবং ৬ কিশোরীর অভিভাকদের হাজির করে সতর্ক করার পর মুচলেকা নিয়ে তাদের জিম্মায় দেয়া হয়েছে।