মোঃ আবু বক্কর সিদ্দিক সুমন, তুরাগ (উত্তরা) প্রতিনিধি: ১৫শ’ পিস ইয়াবাসহ রাজধানীর তুরাগে দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে তুরাগ থানা পুলিশ। পুলিশের দাবী, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের নাম লক্ষী বেগম (৩৫) ও কহিনুর আক্তার মিতু (৩২)।
সূত্রে জানা যায়, গতকাল (১২ অক্টোবর, রবিবার) দিবাগত রাতে তুরাগ থানাধীন রানাভোলা সাহেব আলী রোডের জনৈক মিজানুরের বাড়িতে ঐ মাদক কারবারীরা ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল। এমন সংবাদের ভিত্তিতে আনুমানিক রাত ১টার দিকে এস আই জাকির হোসেন ও তার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালালে গ্রেপ্তারকৃতদের দেহ তল্লাশী পূর্বক ১৫’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তুরাগ থানায় ১টি মামলা (যার নং-৭, তাং- ১২/১০/২০২০ইং) দায়ের করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই নির্মল চন্দ্র দেব জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে আরো জানা যায়, মামলার আসামী লক্ষী বেগমের গ্রামের বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলার আখাউড়া থানার উমেদপুর গ্রামে। তার পিতার নাম মৃত দুলাল মিয়া। লক্ষী বেগম জনৈক মিজানুরের বাড়ির ভাড়াটিয়া। অপরদিকে, মামলার আরেক আসামী মোসাম্মৎ কহিনুর আক্তার মিতু মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার রূপপুর গ্রামের মৃত কালা মিয়ার মেয়ে। তিনি ঐ বাড়ির ম্যানেজারের দায়িত্ব পালন করতেন। গ্রেপ্তারকৃতরা যোগসাজশে মাদক কারবারে জড়িত কিনা তদন্ত শেষে তা বেরিয়ে আসবে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।
এদিকে, ১৫শ’ পিস ইয়াবাসহ ওই দুই নারীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সফিউল্লাহ।