গাজীপুর: আজ ২৯/০৯/২০২০ তারিখে গাজীপুর জেলার জোড়পুকুর পাড় এবং হারিনাল বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তামান্না রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, গাজীপুর ।
এ সময় একটি বেকারী এবং হোটেল এ অস্বাস্থ্যকর পরিবেশ থাকার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর অধীন ৮০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
হারিনাল বাজার এবং জোড়পুকুর পার বাজারে এর ভিতরে মুরগি এবং গরুর মাংসের বাজারে মূল্যতালিকা যথাযথ ভাবে পাওয়া যায় ।
গরু , খাসি , মহিষ এর মাংস বিক্রয় এর সময় যাতে আলাদা ভাবে চিহ্নিত থাকে সে ব্যাপারে মাংস বিক্রেতাদের সতর্ক করা হয় ।
মাস্কবিহিন চলাচলের কারণে দুইজন কে দণ্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ।
আদালত পরিচালনায় সাথে ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর এবং আনসার বাহিনীর সদস্য গণ ।