গাজীপুর: আজ শনিবার বিকেলে গাজীপুর মহানগরে আনন্দ ও বিষাদের দুটি কর্মসূচি স্থগিত করা হয়েছে।
আজ শনিবার বেলা ১২টায় গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাসিক মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিজস্ব ফেসবুক পেজে লাইভে এসে এ কথা জানান। জাতিসংঘে প্রধামন্ত্রীর ভাষন শোনার জন্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের জন্য আজকের আনন্দ মিছিল স্থগিত করা হয় বলে জানান মেয়র।
এদিকে বিপরীত পক্ষ প্রতিপক্ষের কর্মসূচি স্থগিত করার নীতিগত সিদ্ধান্ত নিলেও আনূষ্ঠানিকভাবে এখনো কিছু জানায় নি।
এর আগে আজ শনিবার(২৬ সেেপ্টম্বর) গাজীপুর মহানগরে আওয়ামীলীগের দুই গ্রুপের বিপরীত ধর্মী কর্মসূচি বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি। নাশকতার আশংকায় দলের হাইকমান্ড এই নির্দেশ দেয় বলে জানিয়েছে দায়িত্বশীল সূত্র।
সূত্র জানায়, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি ও সাংগঠনিক সম্পাদক মির্জা আযম এমপি যৌথভাবে গাজীপুরে তাদের নির্দেশ পৌ্ছে দিয়েছেন। তবে বিবাদমান দুই পক্ষ কোন নির্দেশনা এখনো পান নি বলে জানিয়ে পৃথক পৃথকভাবে তাদের কর্মসূচি সফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
গাজীপুর মহানগর পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, দলীয়ভাবে কেন্দ্র থেকে দুই পক্ষকেই নিজ নিজ কর্মসূচি না করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এরপরও যদি কোন পক্ষ আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায়, তবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রসঙ্গত: শনিবার(২৬ সেপ্টেম্বর) গাজীপুর মহানগরে ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপ একই সময়ে পৃথক কর্মসূচি দেয়। এক পক্ষ আনন্দ মিছিল ও অন্য পক্ষ কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষনা করে। এই নিয়ে গাজীপুর মহানগরে উত্তেজনা বিরাজ করছে।