গাজীপুর: গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকায় রাস্তার পাশে বুঁদ বুদ করে গ্যাস বের হচ্ছে।
সরেজমিন দেখা যায়, বোর্ডবাজার এলাকায় শহীদ সিদ্দিক রোডের মোরে মহাসড়কের পাশে বুঁদ বুঁদ করে তিতাস গ্যাস বের হচ্ছে। বৃষ্টি হওয়ায় মহাসড়কের পাশে পানি জমায় বের হওয়া গ্যাসের সাথে পানির কৃত্রিম স্রোত তৈরী হচ্ছে। এই পরিস্থিত বিপদজনক কি না, তা কেউ বুঝতে না পারায় সাধারণ মানুষ সতর্কও হচ্ছে না। ফলে পথচারী সহ শীতাতপনিয়ন্ত্রিত যানবাহনও গ্যাসের ছিদ্র পথের চারিদিকে দাঁড়িয়ে থাকছে।