মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিনিধি: গাজীপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৬ই সেপ্টেম্বর) গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে, গাজীপুর জেলার শ্রীপুর থানার বরমী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ভিটিপাড়া এলাকা হতে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ঐ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে, আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।