মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ গাজীপুর জেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে “সড়ক পরিবহন আইন- ২০১৮” অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসন অফিস সূত্রে জানা যায়, গাজীপুরে মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) গাজীপুর জেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এলাকায়, গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিষা আহমেদ মোবাইল কোর্ট পরিচালনা করে, বিভিন্ন যানবাহনের লাইসেন্স ও প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র চেক করাসহ গনপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা অনুসন্ধান করেছন।
এ সময় “সড়ক পরিবহন আইন- ২০১৮” এর বিভিন্ন ধারা অমান্য করার অপরাধে ৮টি মামলায় মোট ৩ হাজার ৮ শত টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় বিআরটিএ’র ইন্সপেক্টর ও ব্যাটালিয়ন আনসার সদস্যগন সার্বিক সহযোগিতা করেছেন।