ভারত-চীন সীমান্তে ফের উত্তেজনা

Slider জাতীয় সারাবিশ্ব


ডেস্ক: ভারত ও চীন সীমান্তে ফের উত্তেজনা দেখা দিয়েছে। ভারতীয় সেনা বাহিনীর দাবি, লাদাখের প্যাংগং হ্রদের দক্ষিণ তীরে স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা করেছে চীনা সৈন্যরা। দের এ চেষ্টা নস্যাৎ করে দিয়েছে ভারত। তবে চীনা পক্ষ থেকে ঘটনাটি নিয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

ভারতীয় গণমাধ্যম সেনাবাহিনীকে উদ্ধৃত করে জানিয়েহে, গত ২৯-৩০ আগস্ট রাতে দুই দেশের সামরিক ও কূটনৈতিক সমঝোতা লঙ্ঘন করে চীন লাদাখ সীমান্তে স্থিতাবস্থা নষ্টে উস্কানিমূলক সামরিক তৎপরতা চালিয়েছে। ভারতীয় সেনারা প্যাংগং হ্রদের তীরে চীনা সেনাদের এই কর্মকা- আগেভাগে ধরতে পেরেছে ও তা প্রতিহত করতে পদক্ষেপ নিয়েছে।

ভারতীয় সেনাবাহিনী আরো জানায়, চুশুলে দুই দেশের মধ্যকার সীমান্ত সংকট নিরসনে কমান্ডার পর্যায়ে বৈঠক চলছিল ঘটনার দিন। তারা আলোচনার মাধ্যমে শান্তি ও স্থিরতা বজায়ের প্রতিজ্ঞাবদ্ধ। গত মার্চ থেকেই লাদাখে দুই দেশের মধ্যে অবরোধ চলছে। এ অবরোধ নিরসনে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা সামরিক ও কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

লাদাখ সীমান্তে ব্যাপক পরিমাণ সেনা মোতায়েন রেখেছে চীন। ভারতীয় সীমান্তের ভেতরে কয়েক জায়গায় ঘাঁটি গেড়েছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *