শারমিন সরকার
ব্যুারো চীফ
শ্রীপুর অফিস : অবরোধ কর্মসূচিকে ঘিরে সৃষ্ট উত্তেজনায় শ্রীপুর উপজেলার কাওরাইদ
বাজারে ছাত্র দল ও ছাত্র লীগের মধ্যে সংঘষ হয়েছে। এতে ১২জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ১০ জন ছাত্র দলের কমী।
শুক্রবার(২৩ জানুয়ারী) রাত ১০টায় কাওরাইদ রেলস্টেশন মাঠে ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীরা জানান, অবরোধ কর্মসূচি সফল করার লক্ষ্যে স্থাণীয় ছাত্র দল
নেতা জুয়েলের নেতৃত্বে কাওরাইদ রেলস্টেশন সংলগ্ন ছাত্র দলের অস্থায়ী
কাযালয়ে ছাত্র দলের স্থাণীয় নেতা-কমীরা একটি সভায় মিলিত হয়। রাত ১০টায়
সভা শেষে কাযালয় থেকে বের হলে ছাত্র দল কমীদের উপর ছাত্রলীগ হামলা করে।
ছাত্র দল কর্মীরাও পাল্টা হামলা করলে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের
অন্তত ১২জন আহত হয়। আহতদের মধ্যে ছাত্র দলের ১০জন ও ছাত্রলীগের দুই জন
কমী রয়েছেন। ছাত্র দলের আহত ১০ জনের মধ্যে ছাত্র দল নেতা বাবু ও রুবেলের
অবস্থা আংশকাজনক বলে জানা গেছে। সংঘর্ষের পর কাওররাইদ বাজারে সকল
দোকানপাট বন্ধ হয়ে যায় বলে সূত্র নিশ্চিত করেছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার(ওসি) মোবাইলে ফোন করলে
সেকেন্ড অফিসার উপ-পরিদশক(এসআই) হেলাল উদ্দিন ফোন রিসিভ করে
জানান, এ ধরণের কোন খবর আমাদের জানা নেই।