নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার ছমিরমুন্সিরহাট ও সেবারহাট বাজারে ১৪টি সিএনজি চালিত অটোরিকশা ও পাঁচটি ট্রাকসহ ১৯টি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কয়েক দফায় এ ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় তারা ১২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে।
পরে, পুলিশ সেবারহাট বাজার থেকে শিবির নেতা এনামুল হক, কর্মী এয়াছিন ও রিয়াদকে আটক করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ২০দলের ডাকা অবরোধ চলাকালে শুক্রবার দুপুর থেকে জেলার সেনবাগ উপজেলার নোয়াখালী-ফেনী মহাসড়কে যানবাহন চলাচল ক্রমান্বয়ে বাড়তে থাকে।
বিকেলে উপজেলার সেবারহাট বাজারে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে অর্তকিতে হামলা চালিয়ে আটটি অটোরিকশা ও তিনটি ট্রাক ভাঙচুর করে দুর্বৃত্তরা।
এদিকে, সন্ধ্যায় উপজেলার ছমিরমুন্সিরহাট বাজারে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে হামলা চালিয়ে ছয়টি অটোরিকশা ও তিনটি ট্রাক ভাঙচুর করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, নাশকতার অভিযোগে ঘটনাস্থল থেকে পুলিশ শিবিরের তিনজনকে আটক করেছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।