গাজীপুর: আজ ২৬/০৮/২০২০ তারিখে গাজীপুর জেলার কৃষি গবেষণা ইন্সটিটিউট এর সামনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উম্মে হাবিবা ফারজানা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, গাজীপুর ।
এ সময় তাকওয়া পরিবহণ, হাইওয়ে পরিবহণ, গাজীপুর পরিবহণসহ আরো কয়েকটি পরিবহণের বাস ও মিনিবাস থামিয়ে গাড়ির কাগজপত্র যাচাই করা হয়।
দুই সিটে যাত্রী বসানো, অতিরিক্ত যাত্রী বোঝাই করা থেকে পাওয়া যায় দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ। এ সময় ছয়টি তাকওয়া মিনিবাস ও ১ টি হাইওয়ে পরিবহণের বাসকে সড়ক পরিবহণ আইন, ২০১৮ এর ৮০ ধারায় মোট ৭ টি মামলায় ৩৯০০/-(তিন হাজার নয়শ) টাকা অর্থদণ্ড দেয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সাথে ছিলেন বিআরটিএ এর কর্মকর্তা জনাব নূর এবং আনসার বাহিনীর সদস্য গণ ।