স্টাফ করেসপন্ডেন্ট
শ্রীপুর অফিস: গাজীপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তবতি ব্রম্মপুত্র ও শীতলক্ষা
নদীর মোহনায় শীতলক্ষার অংশে শ্রীপুর উপজেলার নান্দিয়াসাঙ্গুন এলাকায় দুই
ট্রলারের মুখোমুখি সংঘষে তিন জন নিহত ও কমপক্ষে ২০ যাত্রী নিঁখোজ হয়েছেন।
শুক্রবার(২৩ জানুয়ারী) বেলা ১টার দিকে ওই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কাপাসিয়ার টোক চানপুর থেকে বরমী গামী যাত্রী বাহী
ট্রলারের সঙ্গে বরমী থেকে ছেড়ে আসা ত্রীমোহনীগামী যাত্রীবাহী ট্রলারের
মাঝ নদীতে সংঘষ হয়। এতে ঘটনাস্থলে এক ট্রলারের মাঝি সহ ৩জন নিহত হয়।
সংঘষে দুই ট্রলার ডুবে যাওয়ায় কমপক্ষে ২০ যাত্রী নিঁখোজ রয়েছেন। স্থানীয়
নিঁখোজ যাত্রী উদ্ধারের চেষ্টা করছেন।
নিহত ২ জনের মধ্যে ট্রলারের চালক আব্দুর রহিম(৩০) এর নাম জানা গেছে। তার
বাড়ি ময়মনসিংহ জেলার পাগলা থানার সুতারচাপর গ্রামে।
নিহত অপর যাত্রী রহিমা খাতুন(৪২) এর নাম পাওয়া গেছে। তিনি পাগলা থানার
তললী পশ্চিম পাড়া গ্রামের রহিম উদ্দিনের স্ত্রী।অপর এক জনের পরিচয় পাওয়া যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহসীনুল কাদের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কয়জন মারা গেছে এখনো নিশ্চিত নয়। তবে দুই জন মারা গেছেন বলে শুনা যাচ্ছে।