নিজস্ব প্রতিনিধি শ্রীপুর: গতকাল ২১/০৮/২০২০ তারিখে শ্রীপুর উপজেলার কড়ইতলা এলাকায় অষ্টম শ্রেনী পড়ুয়া ১৪ বছরের এক কিশোরীর বাল্য বিবাহ বন্ধ করা হয়। মেয়ের বাবাকে ২০০০০/- এবং বিয়ে করতে আসা পাত্রকে ৩০০০০/- অর্থদন্ড প্রদান করা হয়। পাত্র এবং মেয়ের বাবার কাছ থেকে মুচলেকা রেখে মেয়েকে যেন বাল্যবিবাহ না দেওয়া হয় তাই তার স্কুলের প্রধান শিক্ষকের জিম্মায় দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ফারজানা নাসরীন, সহকারী কমিশনার (ভূমি), শ্রীপুর, গাজীপুর।