মো.মীর সোহেল মিয়া.কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে টিসিভির পন্য নায্য মূলে পেয়ে ক্রেতাদের মুখে হাসি ফুটেছে।
আসন্ন ঈদল ফিতর উপলক্ষে বুধবার সকালে উপজেলার ট্রাক স্টেশন এলাকায় পন্য বিতরন করে।এসময় টিসিভির পন্য বিতরনে কোন অনিয়ম,দুরর্নিতি হচ্ছে কি না এবং সামাজিক নিরাপত্বা বজায় রেখে পন্য বিতরন কার্যক্রম পরিচালিত হচ্ছেকিনা এ বিষয়ে ওইদিন দুপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন পরিদর্শন করেন।
এসময় ক্রেতা বিক্রেতা উভয়কে মাক্স পরিদান, সামাজিক দুরত্ব নিশ্চিত করে পন্য বিতরনের নির্দেশ দেয়।ওই সময় কিছু ক্রেতাদের মাঝে মাক্স না থাকায় তাদের মাঝে মাক্স বিতরন করেন উপজেলা প্রশাসন।প্রতি কেজি সয়াবিন তেল ৮০ টাকা,চিনি ৫০ টাকা,মসুর ডাল ৫০ টাকা ধরে বিক্রি করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন ,পুলিশ সদস্য প্রমুখ।