গাজীপুর: গাজীপুরে বৃষ্টির পানিতে খেলতে গিয়ে গর্তে পড়ে ভাই-বোনসহ চার শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার পর তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহতরা হলো- নেত্রকোনা জেলার বারহাট্টা থানার জাউয়াইল এলাকার তৌহিদ মিয়ার মেয়ে তানিয়া (৯) ও ছেলে ইব্রাহিম (৬), বগুড়ার সোনাতলা থানার চামুরপাড়া এলাকার জিয়াউল ইসলামের মেয়ে মিষ্টি (১০) এবং একই থানার সুজায়েতপুর এলাকার শামীমের ছেলে ফরহাদ (৬)।
জয়দেবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আফজাল হোসাইন ও স্থানীয়রা জানান, গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর উত্তরপাড়া এলাকায় পৃথক ভাড়া বাসায় থাকে নিহতদের পরিবার।
সোমবার দুপুর আড়াইটার সময় যখন বৃষ্টি হচ্ছিল সেই সময় ওই চার শিশু বাড়ির লোকজনের অগোচরে পার্শ্ববর্তী জমিতে আটকে থাকা বৃষ্টির পানিতে খেলতে যায়। জমিটির একাংশে গভীর একটি ডোবা রয়েছে। জমিতে জলাবদ্ধতার কারণে গর্তটি দেখা যায় না। শিশুরা খেলা করার এক পর্যায়ে ওই গর্তে পড়ে পানিতে ডুবে যায়। বিকেল পর্যন্ত দীর্ঘ সময়েও বাড়ি না ফেরায় স্বজনরা নিখোঁজ শিশুদের সন্ধান করতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলাকাবাসী ওই জমির এক পাশে শিশুদের স্যান্ডেল দেখতে পায়। পরে তারা ওই গর্তে তল্লাশি চালিয়ে নিখোঁজ চার শিশুর মৃতদেহ উদ্ধার করে।