মো: সাজ্জাত হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অংশ হিসাবে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন ও চারা গাছ বিতরণ করেছেন মেহের আফরোজ চুমকি এমপি।
১৬ই জুলাই বৃহস্পতিবার “মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন।
আর এরই অংশ হিসাবে কালীগঞ্জে উপজেলা পরিষদ চত্বরে, উপজেলা প্রশাসনের আয়োজনে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেন্দ্রীয় আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক, সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন।
বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনের পাশাপাশি (২০১৯-২০২০) অর্থ বছরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণি ও জনসাধারণের মাঝে চারা গাছ ও কৃষি পন্য বিতরণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শিবলী সাদিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এইচএম আবু বকর চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মাকসুদুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, পৌর আ’লীগের সভাপতি এসএম রবিন হোসেন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।