২০ দলের ডাকা বুধ ও বৃহস্পতিবারের হরতালের সমর্থনে ময়মনসিংহ শহরে ২০ দল মিছিল বের করলে পুলিশ বাধা দিয়েছে। সন্ধ্যার পর সানকিপাড়ায় পুলিশ যুবদলের মিছিলে গুলিবর্ষণ করেছে। পুলিশ কমপক্ষে চার জনকে আটক করেছে।
সন্ধ্যার পর শহরের সানকিপাড়া শেষমোড়ে বুধ ও বৃহস্পতিবারের হরতালের সমর্থনে যুবদলের কর্মীরা মিছিল বের করলে সাদা পোশাকের পুলিশ দুই রাউ- গুলিবর্ষণ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এসময় এক মহিলা পথচারী গুলিবিদ্ধ হয়। পুলিশ সেখান থেকে সজল ও পারভেজ নামে ছাত্রদলের দুই কর্মীকে গ্রেফতার করেছে।
এদিকে দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, নগর সভাপতি অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম ও যুবদলের জেলা সভাপতি শামীম আজাদের নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল বের হলে রামবাবু রোডে পুলিশ বাধা দেয়। এর পর মিছিলটি পুলিশের বাধার মুখে দলীয় কার্যালয়ে ফিরে যায়। মিছিল শেষে টাউনহল মসজিদে মাগরেবের নামাজ পড়তে গেলে ১২ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক টুটুল ও ৮ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে আটক করে সাদা পোশাকের পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুহাম্মদ ফজলুল করিম জানান, সানকিপাড়া শেষমোড়ে পুলিশ দুই রাউ- গুলিবর্ষণ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে দুইজন এবং জিলাস্কুল মোড় থেকে আরো দুইজনকে গ্রেফতার করা হয়েছে।