মো: সাজ্জাত হোসেন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণে ১৪ই জুলাই মঙ্গলবার নতুন করোনা আক্রান্ত রোগী নেই, সুস্থ্য হয়েছেন ৬ জন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ছাদেকুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে গত শনিবারের পরে যেকয়টি নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, মঙ্গলবারের প্রাপ্ত রিপোর্টে নতুন আক্রান্ত রোগী নেই, আর উপজেলার ৬ জন সুস্থ্য হয়েছেন।
তিনি আরো বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে গত ২৪ ঘন্টায় ১৪টি নমুনা সহ ২৬২৮ টি নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। তারমধ্যে ৩৫৩ জন পজেটিভ সনাক্ত হয়েছেন। চিকিৎসায় ৩১৬ জন সুস্থ্য হওয়ার পাশাপাশি ৭ জন মৃত্যু বরণ করেছেন। পরবর্তী নিরাপত্তার স্বার্থে সুস্থ্যদের ৭ থেকে ১০ দিন পরপর নমুনা সংগ্রহ করে পুনঃপরীক্ষা করা হবে। এছাড়া এখনো আক্রান্ত ৩০ জন রোগীকে আইশোলেসনে রেখে, প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।