করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে সুস্থ হওয়া ব্যক্তিরা কয়েক মাসের মধ্যেই ভাইরাসটির বিরুদ্ধে সৃষ্ট প্রতিরোধ ক্ষমতা হারাতে পারেন। অর্থাৎ, ফের ভাইরাসটিতে আক্রান্ত হতে পারেন তারা। সাধারণ সর্দির মতো বছরের পর বছর করোনায় আক্রান্ত হতে পারেন যেকেউ। যুক্তরাজ্যের কিং’স কলেজ লন্ডনের একদল বিজ্ঞানীর গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
খবরে বলা হয়, করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠা ব্যক্তিদের প্রতিরোধ ক্ষমতা নিয়ে দীর্ঘমেয়াদী গবেষণা এটাই প্রথম। গবেষণা প্রতিবেদনটি এখনও পিয়ার-রিভিউড হয়নি। এ গবেষণায় বিজ্ঞানীরা গাই’স অ্যান্ড সেইন্ট থমাস’স এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের ৯০ শতাংশ করোনা রোগী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ভাইরাসটির বিরুদ্ধে জন্মানো রোগ প্রতিরোধ ক্ষমতা বিশ্লেষণ করেছেন। বিশ্লেষণে দেখা গেছে, ওইসব রোগী ও স্বাস্থ্যকর্মীদের করোনার উপসর্গ কমা শুরুর তিন সপ্তাহ পর পুরোপুরি ভাইরাসটিকে ধ্বংস করে দিতে সক্ষম হয়।
ওই সময়ে তাদের দেহে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া অ্যান্টিবডি সবচেয়ে কার্যকর থাকে।
তাদের রক্ত পরীক্ষা করে দেখা গেছে, ৬০ শতাংশ ব্যক্তির দেহে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের সর্বোচ্চ পর্যায়ে ভাইরাসটি ধ্বংস করতে সক্ষম অ্যান্টিবডি তৈরি হয়েছিল। এদের মধ্যে মাত্র ১৭ শতাংশ ব্যক্তির দেহে তিন মাস পরও ভাইরাসটি ধ্বংসে সক্ষম অ্যান্টিবডি পাওয়া গেছে। বাকিদের ক্ষেত্রে এই সময়ের মধ্যে অ্যান্টিবডির পরিমাণ কমেছে ২৩ গুণেরও বেশি। কারো কারো ক্ষেত্রে তা এমন পর্যায়ে নেমে গেছে যে, তা শনাক্ত করা সম্ভব হয়নি।
গবেষণাটির নেতৃত্বদানকারী গবেষক ড. ক্যাটি ডুরস বলেন, মানুষজন ভাইরাসটি মোকাবিলা করতে পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিবডি তৈরি করছে। তবে অল্প সময়ের ব্যবধানে ওই অ্যান্টিবডির পরিমাণ কমে যাচ্ছে।