ডেস্ক রিপোর্ট: বিরোধী জোটের অনির্দিষ্টকাল অবরোধের ১৫তম দিনেও দেশের বিভিন্ন স্থান থেকে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। রাজশাহীতে নিরাপত্তাবাহিনীর পাহারায় থাকা বাসে পেট্রোল বোমা নিক্ষেপে মা-মেয়ে অগ্নিদগ্ধ হয়েছেন। রাজধানীর শনির আখড়ার কাজলারপাড় এলাকায় মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একই সময়ে ওই এলাকায় একটি পিকআপ ভ্যানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সকালে শাহজাদপুরে সড়ক অবরোধ করে শিবির কর্মীরা। এসময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। গভীর রাতে খিলগাঁওয়ে একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। ওদিকে, গত রাত সোয়া ১২টার দিকে রাজশাহীর ভদ্রা ভাংড়িপট্টি এলাকায় নিরাপত্তা বাহিনীর পাহারায় থাকা গাড়িবহরের মধ্যে পেট্রোল বোমা হামলা চালানো হয়। এতে ঢাকাগামী একটি বাসে আগুন লেগে গেলে দগ্ধ হন আম্বিয়া বেগম (৪৫) ও তার মেয়ে রিফাত (১৭)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।