গাজীপুরে অনলাইন কোরবানী পশুর হাট-২০২০

Slider তথ্যপ্রযুক্তি


গাজীপুর: গাজীপুর ডেইরী ফার্মারস এসোসিয়েশন ঈদ-উল-আজহা ২০২০ উপলক্ষ্যে করোনাকালীন পরিস্থিতি বিবেচনা করে জনসমাগম এড়াতে Virtual কোরবানীর পশুর হাট এর আয়োজন করতে যাচ্ছে জেলা প্রশাসন, গাজীপুর। সার্বিক সহযোগিতায় জেলা প্রাণিসম্পদ অফিস গাজীপুর।

এই প্রসঙ্গে গাজীপুর জেলা প্রশাসক তার ফেসবুক পেজে যা লিখেছেন

লক্ষ্যঃ
গাজীপুরের বিভিন্ন উপজেলায় গড়ে ওঠা প্রান্তিক খামারীদের কোরবানীর জন্য
পালিত পশু GDFA-Group এর Online Platfrom এর মাধ্যমে সরাসরি ক্রেতাদের কাছে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ উপায়ে কোরবানীর পশু বিক্রয় এর মাধ্যম হওয়া।
এখানে লাইভ ওয়েট ওছবি/ভিডিও দেখে ক্রেতা-বিক্রেতা সরাসরি দরকষাকষির মাধ্যমে online এ ক্রয়-বিক্রয় করতে পারবেন। এর সুবিধা হচ্ছে আপনার পশু আপনি কোরবানীর হাট/Sales Center/Farm এর পাশাপাশি Online Platform এ আপনার পশুটি বিক্রয় করার সুযোগ পেতে পারেন।
আপনি যদি Online কোরবানীর পশুর হাট “Gazipur Dairy Farmer’s Association (GDFA)” গ্রুপের মাধ্যমে আপনার পশু বিক্রয় করতে ইচ্ছুক হন তবে আপনি পশুর সকল বিবরণ সহ পোস্ট করুন।
# লাইভ ওয়েটে/ফিতা দিয়ে পশুর (জাত/দাঁত) সঠিক ওজনের ৫৪-৬০% খাবার উপযোগী গোস্ত পাওয়া যেতে পারে।
প্রয়োজনেঃ
মোহাম্মদ শাহিনুর ইসলাম শাহিন (গ্রুপ এডমিন)
সাধারণ সম্পাদক
গাজীপুর ডেইরী ফার্মারস এসোসিয়েশন
০১৮১৫০০৩২৮০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *