খুলছে না নিয়মিত আদালত—ফুলকোর্ট সভায় সিদ্ধান্ত

Slider জাতীয় বাংলার আদালত


ঢাকা: এখনই স্বাভাবিক বিচার ব্যবস্থা ফিরছে না আদালতে। বুধবার আয়োজিত ফুলকোর্ট সভায় স্বাভাবিক বিচার ব্যবস্থা চালুর বিষয়ে একমত হতে পারেননি বিচারপতিরা। তবে আপাতত ভার্চুয়াল আদালত চালিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী সপ্তাহ থেকে হাইকোর্টে ভার্চুয়ালি ডিভিশন বেঞ্চে চালুর সিদ্ধান্ত হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ভিডিও কনফারেন্সিংয়ের তাদের মতামত সভায় তুলে ধরেন।

বুধবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এই ফুলকোর্ট সভা চলে। সভায় ভার্চুয়ালি কোর্ট চালিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি ২/৩ দিনের মধ্যে ভার্চুয়ালি ডিভিশন বেঞ্চ গঠন করবেন প্রধান বিচারপতি। ওইসব বেঞ্চে কি ধরনের মামলার শুনানি ও নিষ্পত্তি হবে তার এখতিয়ার নির্ধারণ করে দেবেন তিনি।

সূত্র জানায়, সভায় বিচারপতিরা বলেছেন দেশে করোনা ভাইরাস সংক্রমণের পিক চলছে। অনেক বিচারক, আইনজীবী ও কোর্ট স্টাফ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কেউ কেউ মৃত্যুবরণ করেছেন। এমন পরিস্থিতিতে কোর্ট খুলে দেয়াটা যুক্তিযুক্ত হবে না। কারণ আদালত প্রাঙ্গণ সবসময় জনাকীর্ণ থাকে। দীর্ঘদিন পর নিয়মিত কোর্ট চালু হলে বিচারপ্রার্থীরা আদালতে ভিড় করবে। সেটা সামাল দেয়ার মত জনবল থাকাও দরকার। এ পরিস্থিতিতে নিয়মিত কোর্ট খোলার পক্ষে সকল বিচারপতিরা একমত পোষণ না করায় আপাতত স্বাভাবিক বিচার ব্যবস্থায় না ফেরার সিদ্ধান্ত নেয় ফুলকোর্ট সভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *