সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে জনজীবনে চরম দুর্দশা নেমে এসেছে। এতে প্রায় সংখ্যাগরিষ্ঠ মানুষ মানবেতর জীবনযাপন করছেন। তারা সবাই আতঙ্কিতবোধ করছেন।
মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় মধুপুরের ৫ টি জায়গায় জনসচেতনতামূলক কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন মধুপুর পৌরসভার মেয়র মাসুদ পারভেজ। মধুপুর হাটখোলা, সাথী মোড়, বাসট্যান্ড, থানা মোড় অডিটরিয়াম এবং সেগুন বাগান ভূমি অফিসের সামনে মোট ৫ টি হাত এবং পা ধোয়ার স্থান উদ্বোধন করেছেন মধুপুর পৌরসভার সুযোগ্য ও সুনামধন্য মেয়র জনাব মোঃ মাসুদ পারভেজ।
এছাড়াও গত মঙ্গলবার (০৭ ই জুলাই) মধুপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে উন্নয়ন মুলক কাজ পরিদর্শন করেছেন মধুপুর পৌরসভার মেয়র জনাব মোঃ মাসুদ পারভেজ।