স্পর্শকাতর করোনা চিকিৎসার অনুমতি পাওয়া রিজেন্ট হাসপাতাল বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা মহামারির মধ্যে কয়েকটি বেসরকারি হাসপাতালের সঙ্গে রিজেন্টেও করোনা চিকিৎসা দেয়া হচ্ছিল। টেস্ট না করেই করোনা পরীক্ষার রেজাল্ট দেয়া, রোগীদের কাছ থেকে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ নির্দেশ দেয়া হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. আমিনুল হাসান বিজ্ঞপ্তিতে সাক্ষর করেন। নানা অনিয়মের অভিযোগে রিজেন্টের উত্তরা ও মিরপুর শাখায় সোমবার অভিযান চালায় র্যাব। অভিযানে কোভিড পরীক্ষার ভুয়া সনদসহ নানা অভিযোগের প্রমাণ পাওয়া যায়।