ঢাকা: ১৭ দিন হয়ে গেল করোনা থেকে মুক্তি মেলেনি মাশরাফি বিন মুর্তজার। এরমধ্যেই জানা গেছে, করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের সফল অধিনায়কের সহধর্মিনী সুমনা হক সুমি; কালের কন্ঠকে নিশ্চিত করেছে মাশরাফির পারিবারিক একটি সূত্র। শারীরিকভাবে ভালো আছেন মাশরাফি পত্নী।
গত ২০শে জুন পাওয়া পরীক্ষার ফলাফলে মাশরাফির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। গত ৪ঠা জুলাই দ্বিতীয়বার করোনা পরীক্ষাতেও ফল পজিটিভ আসে মাশরাফির। ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন মাশরাফি ও তার স্ত্রী।
মাশরাফির পর তার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজাও করোনা আক্রান্ত হয়েছেন। তবে তাদের শারীরিক অবস্থা ভালো বলেই জানা গেছে।