হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: রাখালগঞ্জ কে সি উচ্চ বিদ্যালয়ের ২০১০-২০১৫ ব্যাচের কিছু বন্ধুদের উদ্যোগে গঠিত বিপদে আমরা সবার তরে গ্রুপটির উদ্যোগে খতমে কোরআন,দোয়া মাহফিল ও অসহায় মানুষের “৫৮টি” পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মহামারী “করোনা ভাইরাসে” এর কারনে গৃহবন্দি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ঘোষিত ধারাবাহিক কর্মসূচির আওতায় আজ মঙ্গলবার (৩০ জুন ২০২০) “৫৮টি” পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি যথাযথভাবে সম্পন্ন হয়েছে।
প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাউল, ২ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন, ১ কেজি ডাল, ১ কেজি ময়দা, ১ পিছ লাইফবয় সাবান করে দেওয়া হয়েছে।
যে সকল মহৎ বন্ধু ও সমাজ সেবক এর আর্থিক, শারীরিক সহায়তা ও সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি যথাযথভাবে সম্পন্ন হয়েছে।
আপনাদের সকলকে বিপদে আমরা সবার তরে গ্রুপটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।