কালিয়াকৈরে ভিক্সল কারখানায় এনএসআইয়ের অভিযান

Slider জাতীয়

গাজীপুর: গাজীপুর জেলার কালিয়াকৈরের বরাব এলাকায় অবৈধ ভিক্সল তৈ‌রি কারখানায় অ‌ভিযান প‌রিচালনা ক‌রে বিপুল পরিমাণ মালামাল জব্দ ও কারখানা সিলগালা করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এসএসআই) সদস্যরা সহ যৌথ বাহিনী।

আজ মঙ্গলবার বিকাল ৫ টায় সংস্থাটির গাজীপুর অফিসের সদস্যরা গোপন সূত্রে সংবাদ পেয়ে এই অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমান নকল ভিক্সল ও ভিক্সল তৈ‌রির কাঁচামাল জব্দ করা হয়।

জানা যায়,গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকায় নকল vixol উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান এস এম কেমিক্যাল কর্পোরেশনে গাজীপুর জেলা এন এস আই এর নেতৃত্বে র্যাব ও জেলা প্রসাশনের যৌথ অভিযান পরিচালনা করে কারখানা ছিলগালা ও পলাতক মালিক পক্ষের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় নিয়মিত মামলা করার আদেশ দেয়া হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *