আমি কবিতা হতে চাই,
ভোরের কবিতা হতে চাই
কবিতার দহন হতে চাই।
আমি কবিতা হতে চাই।
আমি কবিতার পরিণীতা হতে চাই।
বেসুরো গলায় আবৃত্তি হতে চাই।
ছোট্ট কচি গলায় আধ-ভাঙা কবিতা
হতে চাই।
আমি তোমার কবিতা হতে চাই।
সোনালী যৌবনের নির্লজ্জ কবিতা হতে চাই।
সদ্য ফোঁটা কিশোরীর রক্তপাতের কবিতা হতে চাই।
মাতৃগর্ভের ব্যথাতুর কবিতা হতে চাই।
আমি মজলুমের বিষাক্ত কবিতা হতে চাই।
আমি তোমার মৃত্যু কালে সুরা ইউসুফের
কবিতা হতে চাই।
আমি দ্রোহের কাঁকর ভাঙা আত্মার এক ফোঁটা অশ্রুর
কবিতা হতে চাই।
আমি তোমার প্রেমের কবিতা হতে চাই।
আমি বিশ্ব-ব্রক্ষ্মান্ডের রক্ত ঝরা কবিতা হতে চাই।
আমি আমার দেশের মুক্ত কবিতা হতে চাই।
আমি ভোট দিবার অধিকারের কবিতা হতে চাই।
আমি গনতন্ত্রের অধিকারের কবিতা হতে চাই।
মাকে মা বলে ডাকার অমৃত কবিতা হতে চাই।
আমি বাংলার ঘরে ঘরে ঘুম পাড়ানির কবিতা হতে চাই।
আমি ন্যায্য আসনে বসে ন্যায্য বিচারকের কবিতা হতে চাই।
আমি তোমার মহাচক্র পরিকল্পনার কবিতা হতে চাই।
আমি পবিত্র সংসদের পবিত্রতার কবিতা হতে চাই।
আমি আমার জাতীয় পরিচয়পত্রের
অধিকারের কবিতা হতে চাই।
আমি মাথা উঁচু করে দাঁড়াবার কবিতা হতে চাই।
আমি মসজিদ,মন্দিরে আরাধনার কবিতা হতে চাই।
আমি অন্যায়কারীর শিরচ্ছেদের কবিতা হতে চাই।
আমি অপবিত্র ক্ষমতাধারীকে হেঁসকিয়ে পদতলে
পিষ্ট করার কবিতা হতে চাই।
আমি ভোরের কবিতা হতে চাই ।
আমি স্নিগ্ধ বিকেলর কবিতা হতে চাই।
সু- চিকিত্সার কবিতা হতে চাই।
শিক্ষা নামের ব্যবসাকে ধিক্কারের কবিতা হতে চাই।
আলহাজ সেজে মিথ্যাবাদীর
শ্রেষ্ঠ ট্রাফিকের কবিতা হতে চাই।
আমি গগন ছিঁড়ে গগনে ওঠার কবিতা হতে চাই।
আমি স্বাধীন দেশের মুক্ত কবিতা হতে চাই।
আমি একজন দিনমজুরের করুন কবিতা হতে চাই।
আমি একজন নিঃস্বার্থ পিতা মাতার কবিতা হতে চাই।
আমি একজন ভুখা উদরের এক প্লেট ভাতের কবিতা হতে চাই ।
আমি একজন বাবার ছেঁড়া জুতার কবিতা হতে চাই।
আমি একজন মাতৃত্বের স্নেহের শ্রেষ্ঠ কবিতা হতে চাই।
আমি সজল কন্ঠে ভোরের আবৃত্তি হতে চাই।
আমি তোমার ভালবাসার পাহাড়প্রমাণ কবিতা হতে চাই
আমি তোমার পাশে ঘুমানোর কবিতা হতে চাই।
আমি দুঃখি হৃদয়ের আর্তনাদের কবিতা হতে চাই।
আমি স্বপ্ন ঝরা বকুলে কবিতা হতে চাই।
আমি তোমার কবিতা হতে চাই ।
আমি ভোরের কবিতা হতে চাই।
ওহে ! পাপাচার ধর্ষণকারীর শরীরে দাউ দাউ করে আগুন জ্বলানোর কবিতা হতে চাই।
আমি একটি মহা বারুদের কবিতা হতে চাই।
আমি তীক্ষ্ম অস্ত্রের কবিতা হতে চাই।
আমি দেশ স্বাধীনতার কবিতা হতে চাই।
আমি ভালো করে বাঁচবার কবিতা হতে চাই।
আমি ভোরের কবিতা হতে চাই ।