গাজীপুর: গাজীপুরে শ্রীপুরে বরমী ইউনিয়নের কৃষক নুরু মিয়া শেখ ‘করুনাকালীন দুঃসময়েও ভিবিন্ন জায়গা থেকে টাকা ঋন নিয়ে ফসল উৎপাদন করেন’খুব ভালো ফসলও হয়েছিল এরই মধ্যে প্রচন্ড ঝড়ের কবলে পড়ে নুরু মিয়া ফসলি জমি এবং উনার সকল ফসল ই নষ্ট হয়ে যায় ‘ভিবিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর শ্রীপুর উপজেলা বিআরডিবির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও চেয়ারম্যান স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন অাশিক বিন ইদ্রিছ বিষয়টি তাঁর নজরে অাসে ‘তিনি তাৎক্ষনিক কৃষক নুরু মিয়া র সাথে যোগাযোগ করেন এবং তাঁকে কিছু নগদ অর্থ দিয়ে সহায়তা করেন’অাশিক বিন ইদ্রিছ বলেন দেশের এই ক্রান্তিলগ্নে অসহায় ও ক্ষতি গ্রস্থ মানুষের পাঁশে থাকার জন্য চেষ্টা করি ‘এরই অংশবিশেষ হিসেবে কৃষক নুরু মিয়া র পাশে দাড়ানোর সামান্য চেষ্টা’পাশাপাশি সকল জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবন্দদের অনুরোধ জানাবো ক্ষতি গ্রস্থ কৃষকের পাশে দাড়ানোর জন্য ‘