কুড়ি দলের সর্বদল সম্বেলন শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী নেতাদের জানিয়ে দেন যে, ভারতমাতাকে অপমান করার স্পর্ধা যারা রাখে তাদের উচিত শিক্ষা দিতে ভারত প্রস্তুত। লাদাখে ভারত – চীন সংঘর্ষ নিয়ে সর্বদল বৈঠকে মোদি আরও জানান, লাদাখে কুড়িজন ভারতীয় সেনার আত্মত্যাগ বুঝিয়ে দিল যে আরও সতর্ক থাকার অবকাশ আছে। প্রধানমন্ত্রী প্রকারন্তরে মিলিটারি ইয়েলিগেন্স এর ব্যার্থতার কথা অস্বীকার করে বলেন, চীনা সেনা ভারত ভূখণ্ডে প্রবেশ করেনি। পূর্ব লাদাখ থেকে আরম্ভ করে ভারত – চীন সীমান্ত বরাবর সেনা, নৌ ও বিমানবাহিনীকে মোতায়েন করা হয়েছে বলে প্রধানমন্ত্রী জানান। সামরিক ভাবে এবং কূটনৈতিক চ্যানেল এ সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে বলে মোদি জানান। তিনি বলেন, সামরিকভাবে ভারত এক শক্তিশালী রাষ্ট্র. কেউ এই দেশকে দুর্বল ভাবলে ভুল করবে।